বই বিপণনে নতুন যাত্রা

ডিএনসিসি হলিডে মার্কেটে বইমেলা

প্রকাশ : ১০ জুন ২০২৩, ০৮:৪০

সাহস ডেস্ক

নতুন উদ্যোক্তাদের পণ্য বিক্রি ও প্রসারের লক্ষ্য নিয়ে পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশেও শুরু হয়েছে হলিডে মার্কেট। 

হলিডে মার্কেটে অন্যান্য পণ্যের ১০০টি দোকানের সাথে এবার যোগ হলো ২০টি বইয়ের দোকান। বই বিপণনে বাংলাদেশে এই নতুন যাত্রায় আশাবাদ প্রকাশ করেছেন প্রকাশনা প্রতিষ্ঠানগুলো। 

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে প্রথমবারের মতো রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশের কুটিরশিল্প, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) উদ্যোক্তাদের পণ্য ও খাদ্যপণ্য নিয়ে হলিডে মার্কেট শুরু হয় বেশকিছু দিন আগে। 

সপ্তাহের প্রতি শুক্র ও শনিবার সবার জন্য উন্মুক্ত এই মার্কেট ইতোমধ্যে ক্রেতাদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। 

এসএমই উদ্যোক্তাদের পণ্যের বিক্রয় ও বিপণন এবং এসএমই খাতকে এগিয়ে নিতে ডিএনসিসি এবং ঐক্য ফাউন্ডেশনের প্রথমবারের মতো এই উদ্যোগ নতুন উদ্যোক্তাদের সাথে সৃজনশীল বই বিপণনের নতুন দ্বার উন্মোচিত হলো।

 ডিএনসিসি-ঐক্য হলিডে মার্কেট, আগারগাঁও (নির্বাচন ভবনের সামনে)। শুক্রবার ও শনিবার সকাল ১০ টা থেকে রাত ১০টা পর্যন্ত  চলবে এই হলিডে মার্কেট। 

অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানগুলো–  এশিয়া পাবলিকেশন্স,  কালো,  গ্রন্থরাজ্য, জয়তী, টাঙন, দেশ পাবলিকেশন্স, দ্বৈতা প্রকাশ, প্রতিভা প্রকাশ, প্রিয়মুখ, বাঙালি, বাবুই, বাংলার প্রকাশন, ভাষাচিত্র, মূর্ধন্য, শব্দশৈলী, শিখা প্রকাশনী, সপ্তডিঙা, সব্যসাচী, সাহিত্যদেশ
এবং স্বরে অ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত