দিনাজপুরে বিদ্যুৎ অফিসে বিএনপি’র অবস্থান কর্মসূচি
প্রকাশ : ০৮ জুন ২০২৩, ১৬:৪৭

দেশব্যাপী অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎ খাতে ‘ব্যাপক দুর্নীতি’র প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুর বিদ্যুৎ অফিসে অবস্থান কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি। একইসাথে দিনাজপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর কাছে স্মারকলিপি দিয়েছেন দলটির নেতৃবৃন্দ।
দিনাজপুর টু দশ মাইল মহাসড়কের পিডিবি মোড়ে বৃহস্পতিবার বেলা ১১ টায় অবস্থান কর্মসূচি ও শেষে প্রধান নির্বাহী প্রকৌশলী পিডিবিকে স্মারকলিপি প্রদান করেন।
সুইহারী পিডিবি মোড়ে বিএনপির নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি পালন করার সময় পুলিশের সাথে বাক-বিতণ্ডে জড়িয়ে পড়েন। পরে বিএনপি'র সিনিয়র নেতারা পুলিশের সাথে আলোচনার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।
জিলা বিএনপি'র সভাপতি এডভোকেট মোফাজ্জল হোসেন দুলালের সভাপতিত্বে সাধারণ সম্পাদক বক্তিয়ার আহমেদ কচির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ সংগঠনিক সম্পাদক সৈয়দ জাহাঙ্গীর আলম। বিএনপির অঙ্গ সংগঠনের ৫ শতাধিক নেতাকর্মী কর্মসূচিতে অংশগ্রহণ করেন।