সরকারি ইকবাল কলেজে র‌্যাগিংয়ের ঘটনায় মামলা

প্রকাশ : ০৭ জুন ২০২৩, ১১:৩৩

ফেনী প্রতিনিধি

দাগনভূঞা সরকারি ইকবাল মেমোরিয়াল ডিগ্রি কলেজের এক ছাত্রকে আটকে রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘঁনায় ভুক্তভোগী একাদশ শ্রেণির ছাত্র মেহেদী হাসানের মা মমতাজ বেগম বাদী  হয়ে রোববার থানায় মামলা দায়ের করেছেন। খবর পেয়ে সোনাগাজী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তসলিম হোসাইন ঘটনাস্থল  পরিদর্শন করেন। 

পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, গত ২৯ মে দুপুরে কলেজের তৃতীয় তলার স্কাউট কক্ষে মেহেদীকে ডেকে নেয় কয়েকজন। সেখানে এশটি চেয়ারে বসিয়ে তাকে কিল-ঘুশি, লাথি ও চড় - থাপ্পড় দেয়। সিগারেটের আগুন দিয়ে আঙুলে ছ্যাঁকা দেওয়া হয়। ঘটনাটি  কলেজের কয়েকজন ছাত্র টের পেয়ে এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। তাকে উদ্ধারের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। 

মামলার আসামিরা হলো উপজেলার অভিরামপুর এলাকার বেলায়েত হোসেনের ছেলে তৌসিফ, গনিপুর এলাকার মনছুরের ছেলে সোহান, উদরাজপুর এলাকার বেলাল হোসেনর ছেলে মিঠু, সেনবাগের বিজবাগ ইউনিয়নের শ্যামেরাগাঁও এলাকার মো: হাবিবের ছেলে রানা ও কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী গ্রামের সামির। 

মামলার বাদীর দাবি, মেহেদীর কাছে একাদশ শ্রেণির মেয়েদের ফোন নম্বর চেয়েছে তারা নম্বর না দেওয়ায় তাঁর ছেলেকে নির্যাতন করা হয়েছে।  এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান তিনি। 

এঘটনায় দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইমাম মামলার সত্যতা নিশ্চিত করে জানান, আসামীদের গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালাচ্ছে। 

দাগনভূঞা সরকারি ইকবাল মেমোরিয়াল ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনজুরুল হক বলেন, মেহেদী হাসানকে নির্যাতনের ঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত