ঢালাইয়ের সময় ভেঙে পড়লো ব্রিজ
প্রকাশ : ০৬ জুন ২০২৩, ১৭:৫১

পাটাতন ঢালাইয়ের সময় ভেঙে পড়লো ব্রিজ। ৬০ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন ব্রিজ ভেঙে পড়ায় ক্ষিপ্ত হয়ে ঠিকাদারকে ধাওয়া করে এলাকাবাসী। পরে তাকে না পেয়ে একটি মোটরসাইকেল ভাঙচুর করেন তারা।
রাজবাড়ী পাংশায় মাছপাড়া ও বাহাদুরপুর ইউনিয়ের বর্ডারে খালের উপর ব্রিজ নির্মাণকালে এ ঘটনা ঘটে। তবে সোমবার সন্ধ্যায় (৫ জুন) এ দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানান স্থানীয় অনেকে।
এলাকাবাসী অনেকে জানান, দুই মাস আগে সার্বিক এন্টারপ্রাইজ কনস্ট্রাকশন ব্রিজের নির্মাণ কাজ শুরু করে। শুরু থেকে ব্রিজে নিম্নমানের সামগ্রী দিয়ে নির্মাণকাজ চলছিল। অনেকবার বাধা দিয়েও কাজ থামানো যায়নি।
সোমবার সন্ধ্যায় ঢালাইকাজ চলাকালে ব্রিজটি ভেঙে পড়ে। এ সময় ঠিকাদারের লোক ছিলো, তবে ব্রিজটি ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে তারা পালিয়ে যান।
ভেঙে পড়া ব্রিজের কাজ তড়িঘড়ি করে মঙ্গলবার (৬ জুন) পুনরায় শুরু করা হয়েছে বলে জানান তারা।
তবে এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মো. জাকির হাসান ও ঠিকাদার মো. দুলাল হাজী কোন মন্তব্য করতে রাজী হননি।