নরসিংদীতে বিশ্ব পরিবেশ দিবস পালন

প্রকাশ : ০৫ জুন ২০২৩, ১৪:২৭

নরসিংদী প্রতিনিধি

‘সবাই মিলে করি পণ, বন্ধ হবে প্লাস্টিক দূষণ” এই স্লোগানকে সামনে রেখে নরসিংদীতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা করেছে নরসিংদী জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। র‌্যালী উদ্বোধন করেন নরসিংদী জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান।

সোমবার সকাল সাড়ে ১০টায় দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে নরসিংদী শিশু একাডেমিতে গিয়ে শেষ হয়। পরে শিশু একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, নরসিংদী সদর উপজেলা চেয়ারম্যান আফতাব উদ্দিন ভূইয়া, নরসিংদী পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মো. নাজমুল হুদা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তফা মনোয়ার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা সুলতানা নাসরীন, নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট আব্দুল মোমেন মোল্লা ও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির শাহ্ প্রমুখ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত