ফেনীতে শিয়ালের মাংস বিক্রি করায় ৫ হাজার টাকা জরিমানা

প্রকাশ : ০৪ জুন ২০২৩, ১০:৩৪

ফেনী প্রতিনিধি

ফেনীতে বন্যপ্রাণি শিয়ালের মাংস বিক্রির দায়ে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। গতকাল শনিবার দুপুরের দিকে ফেনী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিখন বনিকের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। 

দন্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মো. শিপন (৩০)। তিনি খুলনার বাগেরহাট উপজেলার মোরেলগঞ্জের আবুল হোসেনের ছেলে। শিপন দীর্ঘদিন ফেনী পৌরসভার সুলতানপুরে বসবাস করে আসছেন।  

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ফেনী সদর উপজেলা পরিষদের সামনে সবজি বাজারে অভিযান চালানো হয়। এ সময় ৪/৫ কেজি শিয়ালের মাংস সহ শিপনকে আটক করা হয়। পরে তাকে বন্যপ্রাণী সংরক্ষণ আইন ২০১২ এর ৩৯ ধারায় পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। 

ভ্রাম্যমান আদালতের বিচারক লিখন বনিক জানান, শিয়ালের মাংস বিক্রিকারীকে ৫ হাজার টাকা জরিমানা করে জব্দকৃত মাংসগুলো কেরোসিন দিয়ে মাটিতে পুতে দেয়া হয়েছে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত