নওগাঁয় ধর্মীয় সম্প্রতি সুরক্ষা বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা

প্রকাশ : ৩১ মে ২০২৩, ১৭:২৩

নওগাঁ প্রতিনিধি

নওগাঁয় ধর্মীয় সম্প্রীতি নিশ্চিতে সচেতনতা বৃদ্ধিকরণ বিষয়ে দিনব্যাপী আন্তঃধর্মীয় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার নওগাঁ সদর উপজেলা মডেল মজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় জনপ্রতিনিধি, গণমাধ্যম কর্মী, মসজিদ-মক্তবের ইমাম, খতিব, মন্দিরের পুরোহিদসহ বিভিন্ন ধর্মীয় নেতা, সামাজিক সংগঠনের কর্মীরা অংশ নেন।

দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় মোট ১০০ জন অংশ নেন। ইসলামিক ফাউন্ডেশন নওগাঁর উপ-পরিচালক গোলাম মোস্তফার সভাপতিত্বে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইব্রাহীম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার এহসানুর রহমান ভুঁইয়া, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদ নওগাঁর সভাপতি ডিএম আব্দুল বারী, নওগাঁ জেলা প্রেস ক্লাবের সভাপতি কায়েস উদ্দিন প্রমুখ।

ধর্মীয় সম্প্রীতি রক্ষা ও সচেতনা বৃদ্ধি বিষয়ক কর্মশালা পরিচালনা করেন বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের আইসিটি কনসালটেন্ট ও প্রশিক্ষক ইমামুল ইসলাম।

বক্তারা বলেন, দেশে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে দ্বায়িত্বশীল হতে হবে। ধর্মীয় আলোচনায় ধর্মীয় নেতাদের ধর্মীয় সম্প্রতি সুরক্ষায় আলোচনা রাখতে হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত