আবাদী জমির মাটি তোলার প্রতিবাদ করায় হুমকি

প্রকাশ : ৩০ মে ২০২৩, ১৩:০৮

ফেনী প্রতিনিধি
-ফাইল ছবি

ফেনীর সোনাগাজীতে আবাদি জমির মাটি তোলার প্রতিবাদ করায় কৃষক দম্পতির বাড়িতে হামলা করা হয়েছে। এ সময় তাদের ভয় দেখানো ও প্রাণ নাশের হুমকি দেয়া হয় বলে অভিযোগ করেন কৃষকের স্ত্রী বিবি মরিয়ম।

ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে সোনাগাজী মডেল থানায় লিখিত অভিযোগ করা হয়েছে বলে জানিয়েছেন থানার ডিউটি অফিসার আবদুল ওয়াদুদ।

উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের মহেশ্চর গ্রামের বাড়িতে হামলার ঘটনা রোববার রাতে (২৮ মে) ঘটে।

জানা যায়, মহেশ্চর মৌজার ৬০৫ নং খতিয়ানের ৫২৭ ও ৫২৮ দাগে ১৭ শতক ভূমিতে বেচু মিয়ার মেয়ে বিবি মরিয়ম বাবাও ওয়ারিশ হিসেবে দুই শতক জমি পেয়ে চাষাবাদ করেন। গত ২১ এপ্রিল মরিয়মের সেই জমির মাটি বিক্রি করেন কাওসার।  ঈদুল ফিতরের রাত থেকে ঈদের দিন পর্যন্ত মাটি তোলা হয়।

তিনি প্রায় ৮ ফুট গভীর করে জমির মাটি বিক্রি করে দেন। এনিয়ে কৃষক দম্পতি স্থানীয়ভাবে বিচার দাবি করলেও গুরুত্ব দেন না কাওছার। 

ঘটনায় রোববার রাতে (২৮ মে) শুক্কুরের নতুন বাড়িতে কাওসার তার লোকজন নিয়ে হামলা করেন। আইনের আশ্রয়ে গেলে তাদের প্রাণনাশের হুমকি দেয়া হয়ে বলে থানায় লিখিত অভিযোগ করেন বিবি মরিয়ম। 

লিখিত অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করেছেন সোনাগাজী মডেল থানার ডিউটি অফিসার আবদুল ওয়াদুদ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত