আরাভ খানকে চেনেন না বেনজির আহমেদ

প্রকাশ : ১৮ মার্চ ২০২৩, ১৭:৩৪

সাহস ডেস্ক

দুবাইয়ে সোনা ব্যবসায়ী ও পুলিশের পরিদর্শক হত্যা মামলার আসামি আরাভ খানকে চেনেন না বলে দাবি করেছেন সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। তিনি বলেছেন, ‘আমি আরাভ ওরফে রবিউল ওরফে হৃদয় নামে কাউকে চিনি না। আমার সঙ্গে তার প্রাথমিক পরিচয়ও নেই।’

শনিবার (১৮ মার্চ) বিকেল সাড়ে তিনটার দিকে তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এসব কথা বলেন।

তিনি পোস্টে লেখেন, ‘সম্মানিত দেশবাসী, আমি আপনাদের সবাইকে আশ্বস্ত ও সম্পূর্ণভাবে নিশ্চিত করতে চাই যে ‘আরাভ ওরফে রবিউল ওরফে হৃদয়’ নামে আমি কাউকে চিনি না। আমার সঙ্গে তার এমনকি প্রাথমিক পরিচয়ও নেই।’

পোস্টে তিনি আরও উল্লেখ করেন, ‘আমি আমার ল’ এনফোর্সমেন্ট ক্যারিয়ারের পুরোটা সময় খুনি, সন্ত্রাসী, ড্রাগ ব্যবসায়ী, চোরাকারবারি, ভেজালকারী ও অপরাধীদের বিরুদ্ধে লড়াই করেছি, কখনোই সখ্যতা নয়। আপনাদের অফুরান ভালোবাসা, সমর্থন ও সহযোগিতার জন্য অশেষ কৃতজ্ঞতা।’

এর আগে বুধবার (১৫ মার্চ) দুবাইয়ে আরাভ জুয়েলার্স নামের একটি সোনার দোকানে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে যোগ দেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান। তবে উদ্বোধনী মঞ্চে না উঠে ১০ মিনিটের মধ্যে চলে যান তিনি। একই অনুষ্ঠানে যোগ দিয়ে মঞ্চ মাতান দেশের আলোচিত ইউটিউবার আশরাফুল আলম ওরফে হিরো আলম। 

সেই আসামি আরাভ খান ওরফে রবিউল ইসলাম এখন দুবাইয়ের বড় স্বর্ণ ব্যবসায়ী। তিনি দুবাইতে ‘আরাভ জুয়েলার্সের’ মালিক।

জানা যায়, ২০১৮ সালে পুলিশের বিশেষ শাখার (এসবি) স্কুল অব ইন্টেলিজেন্স পরিদর্শক মামুন ইমরান খানকে (৩৪) পুড়িয়ে হত্যা করা হয়। সেই হত্যা মামলার ৬ নম্বর আসামি রবিউল ইসলাম আপন ওরফে আরাভ খান। 

গুঞ্জন রয়েছে, সদ্য অবসরে যাওয়া পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তার সহযোগিতায় আরাভ খান নাম বদলে নকল পাসপোর্ট বানিয়ে দেশ ছেড়ে পালান। এছাড়াও অল্প সময়ে কোটিপতি হওয়া আরাভ খানের সঙ্গে দেশের অপরাধজগতের শীর্ষ সন্ত্রাসী, মডেল, পুলিশের সাবেক কর্মকর্তা ও ব্যবসায়ীদের সম্পর্ক রয়েছে বলে পুলিশের সূত্র ব্যবহার করে কয়েকটি গণমাধ্যম সংবাদ প্রকাশ করেছে। এই গুঞ্জনের মাঝেই বেনজীর ফেসবুকে এই পোস্ট দিলেন।

সাহস২৪.কম/এআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত