নারায়ণগঞ্জে গুদামে বিস্ফোরণে নিহত ১, আহত ৯

প্রকাশ : ১৮ মার্চ ২০২৩, ১৫:৪৪

সাহস ডেস্ক

নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে একটি গুদামে বিস্ফোরণে আগুনের সূত্রপাত হয়ে ৪০ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত  ৯ জন। নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান জানান, রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় আওলাদ হোসেনের মৃত্যু হয়। দগ্ধ বাকিদের সেখানে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক (মিডিয়া সেল) শাহজাহান শিকদার জানান, সকাল ৯টার দিকে বিস্ফোরণের পর দোতলা ভবনে আগুনের সূত্রপাত হয়। বিস্ফোরণের পর ভবনটির একটি অংশ ধসে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তাৎক্ষণিকভাবে কী কারণে বিস্ফোরণ ও আগুন লেগেছে তা জানা যায়নি বলে জানান তিনি। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক ফখরুদ্দীন বলেন, ভবনটি যেকোনো সময় ধসে পড়তে পারে বলে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে।

নিতাইগঞ্জ বহুমুখী সমবায় সমিতির সভাপতি আব্দুল কাদির জানান, ডাল, চাল, লবণসহ অন্যান্য পণ্যের গুদাম হিসেবে ব্যবহৃত ওই ভবনের মালিক জেলা আটা মিল মালিক সমিতির সাবেক সভাপতি ইলিয়াস দেওয়ান। প্রায় ১০০ বছরের পুরানো ভবনের প্রথম তলাটি প্রায় ১০ বছর আগে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছিল। জেলার পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল জানান, ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণার পর ঘটনাস্থল থেকে ভিড় করা সাধারণ মানুষদের সরিয়ে নেওয়া হয়েছে।

সাহস২৪.কম/এএম.

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত