বরিশালে পুলিশের ওপর জেলেদের হামলা, আহত ১৬

প্রকাশ : ১১ মার্চ ২০২৩, ১১:৩২

সাহস ডেস্ক

ব‌রিশা‌লের মেঘনা নদীর অভয়াশ্রমে অভিযান প‌রিচালনার সময় পু‌লি‌শের ওপর হামলা করেছে জে‌লে‌রা। এসময় পু‌লিশ ফাঁড়ি ইনচার্জসহ কমপক্ষে ১৬ জন আহত হয়েছেন। শুক্রবার (১০ মার্চ) সন্ধ্যায় হিজলা উপজেলার মেঘনা নদীর মাঝে সবুজ বয়া নামক স্থানে এই ঘটনা ঘটে।

‌হিজলা নৌপু‌লিশ ফাঁড়ির ডিউটি অফিসার সাঈদ হোসেন জানান, হঠাৎ কোনো কিছু বুঝে ওঠার আগেই অভিযানিক দলের ওপর হামলা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৮ রাউন্ড শর্টগানের গুলি ছোড়া হয়। তিনি আরও বলেন, এ ঘটনায় ১৬ জনের মতো আহত হয়েছেন। সবাই বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া কয়েকটি নৌকা পুরোপুরি ভেঙে ফেলা হয়েছে।

হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তারেক হাওলাদার বলেন, সন্ধ্যার দিকে নৌপুলিশ ও উপজেলা মৎস কর্মকর্তাসহ কয়েকটি টিম হিজলা উপজেলার মেঘনা নদীর অভয়াশ্রমে অভিয‌ান প‌রিচালনা করে। এ সময় নদীতে থাকা একটি জাল তুলতে গেলে আশপাশের কয়েকশ’ জেলে অভিযান পরিচালনাকারী দলের ওপর হামলা করে। তিনি আরও বলেন, হামলায় নৌপু‌লিশ ফাঁড়ি ইনচার্জ বিকাশ চন্দ্র দে সহ কয়েকজন আহত হয়েছেন। বর্তমানে সবার চিকিৎসা চলছে।

হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস মিয়া জানান, সন্ধ্যার দিকে হঠাৎ পুলিশের ওপর হামলা হয়। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাহস২৪.কম/এএম.

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত