নারায়ণগঞ্জে আগুন নেভাতে গিয়ে দগ্ধ পাঁচ

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৩, ১৬:৪৩

নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পদ্মা অয়েল লিমিটেড কোম্পানির ডিপোতে আগুনের ঘটনা ঘটেছে। দগ্ধরা হলেন- গোলাপ, ফজল মিয়া, শফিউদ্দিন, মোজাম্মেল এবং নাজমুল। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকাল ৯টার দিকে জেলার সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় এ আগুনের ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, পাম্প হাউজের ভেতরে হঠাৎ আগুন লাগে। মুহূর্তেই বাড়ে আগুনের তীব্রতা। এসময় ডিপোর শ্রমিকসহ আশপাশে থাকা লোকজন গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফখরুদ্দীন আহমেদ জানান, খবর পেয়ে তিনটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায আগুন নেভায়। ধারণা করা হচ্ছে, শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে ১০ থেকে ১২টি অকটেন, ডিজেলের পাম্পিং মটর ও ইলেকট্রিক তার পুড়ে গেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে বলা হবে।

এ ব্যাপারে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘দগ্ধদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।’

সাহস২৪.কম/এসএস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত