লক্ষ্মীপুরে বালুবোঝাই ট্রাকচাপায় শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৩, ১৬:৫৯

সাহস ডেস্ক

লক্ষ্মীপুরে বালুবোঝাই ডাম্প ট্রাকের চাপায় এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এসময় গুরুতর আহত হয় আরও দুই শিক্ষার্থী। শনিবার (২১ জানুয়ারি) রাত পৌনে ৮টার দিকে লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কের বটতলী বাজার এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থী মো. আজিম হোসেন (১৮) সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের (১নং ওয়ার্ড) আঠিয়া তলী গ্রামের বাবুল হোসেনের ছেলে ও চাঁদখালী এ. রব বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। আহত মো. রানা ও রিয়াজ হোসেন একই গ্রামের বাসিন্দা। চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওহিদ রাত ৯টার দিকে সড়ক দুর্ঘটনা ও শিক্ষার্থীর মৃত্যুর বিষয় নিশ্চিত করেন।

তিনি জানান, আজিম ও তার বন্ধুরা বিকালে দুইটি মোটরসাইকেল নিয়ে চন্দ্রগঞ্জে মেলায় ঘুরতে যান। মেলা থেকে আসার পথে বটতলী বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক লক্ষ্মীপুর মজু চৌধুরী হাট থেকে আসা বালুবোঝাই ডাম্প ট্রাক আজিমের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে আজিমের মৃত্যু হয়। আহত হয় রানা ও রিয়াজ, তারা আজিমের বন্ধু। ঘাতক চালক ও ট্রাকটি আটক করা সম্ভব হয়নি। রিয়াজের অবস্থা আশংকাজনক। হাইওয়ে পুলিশ এ বিষয়ে কাজ করছে বলেও জানান ওসি।

সাহস২৪.কম/এএম.

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত