খুলনায় করোনার ৪র্থ ডোজ গ্রহণে আগ্রহ কম

প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২২, ১৪:২৬

শেখ নাদীর শাহ্,খুলনা

খুলনায় করোনাভাইরাসের ভ্যাকসিনের চতুর্থ ডোজ প্রদান কার্যক্রম গত ২০ ডিসেম্বর থেকে শুরু হলেও টিকা গ্রহণে মানুষের আগ্রহ একেবারেই কম দেখা গেছে। খুলনা সিভিল সার্জনের কার্যালয় থেকে জানা গেছে, খুলনা মহানগরীর ৫টি ও জেলার ৯টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০ ডিসেম্বর থেকে টিকা প্রদান শুরু হয়েছে। করোনার সম্মুখসারির যোদ্ধা, ষাটোর্ধ্ব নানা জটিল রোগে আক্রান্ত এবং অন্তঃসত্ত্বা নারীরাও এ টিকা পাবেন।

তবে তৃতীয় ডোজ নেওয়ার চার মাস পেরোলেই কেবল নেওয়া যাবে চতুর্থ ডোজ। ৬০ বছরের বেশি বয়সী ব্যক্তি যারা ইতোমধ্যে তৃতীয় ডোজ নিয়েছেন, তাদের এ কর্মসূচির আওতায় টিকা দেওয়া হচ্ছে।

তথ্য অনুসন্ধানে জানাযায়, গত ২০ দিনে কেন্দ্রগুলোতে প্রায় ১৪ হাজার মানুষের টিকা গ্রহণের কথা থাকলেও গেল ৮ দিনে খুলনার সর্বোমোট ৭ হাজার ৬৪০ জন করোনার ভ্যাকসিনের চতুর্থ ডোজ গ্রহণ করেছেন। টিকা গ্রহণের ক্ষুদে বার্তা পেয়েও বাকিরা ভ্যাকসিন গ্রহণ করতে যাননি। যদিও খুলনায় বর্তমানে প্রায় ৭৬ হাজার ডোজ টিকা মজুদ রয়েছে।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, খুলনা জেনারেল (সদর) হাসপাতাল, শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতাল, নেভী হাসপাতাল, পুলিশ হাসপাতাল ও নগর স্বাস্থ্য ভবনে টিকা দেওয়া হচ্ছে।

প্রতিবেদনের আগে খুলনার বিভিন্ন কেন্দ্রগুলো ঘুরে টিকা কর্মীদের অলস সময় কাটাতে দেখা গেছে।
খুলনার সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ জানান, নানা কারণে মানুষের আগ্রহ কম। টিকা কার্যক্রমে গতি আনতে গণটিকা কার্যক্রম চালানোর পরিকল্পনা চলছে।

উল্লেখ্য, গত ২০২১ সালের ২৭ জানুয়ারি দেশে প্রথমবারের মতো করোনা টিকা প্রদান কর্যক্রম শুরু হয়। একই বছরের এপ্রিলে দ্বিতীয় ডোজ প্রদান শুরু হয়। এরপর চলতি বছরের ১৯ জুলাই বুস্টার ডোজ দেওয়া শুরু হয়।

জানাযায়, এখন পর্যন্ত দেশের প্রায় ১৪ কোটির বেশি মানুষ প্রথম ডোজ টিকার আওতায় এসেছেন ও ১২ কোটি মানুষ দ্বিতীয় ডোজ এবং বুস্টার ডোজ পেয়েছেন প্রায় ৬ কোটির বেশি মানুষ।

সাহস২৪.কম/এএম.

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত