পপি কে গুরুত্বপূর্ণ পদে দেখতে চায় জামালপুরবাসী

প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২২, ১৮:০৪

সাহস ডেস্ক

বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় সম্মেলনকে ঘিরে জামালপুর সদর উপজেলাবাসীর মধ্যে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে। বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এবং বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের দুইবারের সদস্য মারুফা আক্তার পপিকে ঘিরে এই প্রত্যাশা। মারুফা আক্তার পপি দুঃসময়ে বাংলাদেশ ছাত্রলীগ এর হাল ধরে সফলতা দেখিয়েছিল,সেই ধারাবাহিকতায় তাকে বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদ করা হয়েছে বলে মনে করেন সবাই। জেল জুলুম মাথায় নিয়ে রাজনীতির মাঠে দাপটে বেড়ানো পপি ২০০৪ সালে গ্রেনেড হামলায় আহত হয়ে দীর্ঘদিন কানের সমস্যায় ভুগেছেন।

জামালপুর সদর উপজেলার ইটাইল ইউনিয়ন এর সন্তান মারুফা আক্তার পপির রাজনৈতিক জীবন অনেক বর্ণাঢ্য,পাঁচ ভাইয়ের একমাত্র বোন পপি পারিবারিকভাবে আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন বলে জানা যায়। তাই তাকে ঘিরে সাবেক ছাত্রলীগ নেতাসহ সদরবাসীর মধ্যে বিশেষ আকাংখা গড়ে উঠেছে। লড়াই সংগ্রামে রাজপথে তার উপস্থিতি যারা দেখেছে তাদের প্রত্যাশা অনেক সুউচ্চ বলে জানা গেছে। কেউ কেউ মনে করছে, আওয়ামী লীগের নারী নেতাদের অন্যতম হিসেবে এবারের সম্মেলনে মারুফা আক্তার পপি দলের যুগ্ম সাধারণ সম্পাদক পদে আসতে পারে। কারণ হিসেবে তারা মনে করেন, ডা. দিপু মনি যুগ্ম সাধারণ সম্পাদক থেকে প্রেসিডিয়ামে চলে যেতে পারে, সেক্ষেত্রে যুগ্ম সাধারণ সম্পাদক পদে পপির নাম এগিয়ে রয়েছে।

যেহেতু পপি ছাত্রলীগের পদে থাকার সময়ে ইতিহাসের একমাত্র নারী সভাপতি হিসেবে সফল হয়েছিল, সেক্ষেত্রে সাংগঠনিক সম্পাদক এর মতো গুরুত্বপূর্ণ পদেও তাকে রাখা হতে পারে। জানা গেছে, বিভাগীয় সাংগঠনিক টিমগুলোর মধ্যে অন্যতম সফল ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক টিম, এক্ষেত্রে মারুফা আক্তার পপির কর্মচাঞ্চল্য ঈর্ষনীয়।

মারুফা আক্তার পপির অনাড়ম্বর জীবন এবং রাজনৈতিক দক্ষতা তাকে এমন গুরুত্বপূর্ণ করে তুলেছে বলে জানিয়ে জামালপুর জেলা ছাত্রলীগের সহসভাপতি, নান্দিনার বাসিন্দা সম্রাট আকন্দ বলেন, দেশরত্ন শেখ হাসিনার অত্যান্ত আস্থাভাজন এবং পরিশ্রমী নেতা হিসেবে এবারের সম্মেলনে মারুফা আক্তার পপিকে ন্যূনতম সাংগঠনিক সম্পাদক পদে তাকে পদায়ন করতে পারে দল। আমরা যারা বিএনপি জামাতের শাসনামল দেখেছি, তারা তার সম্পর্কে সম্যক অবগত। সদর উপজেলার লক্ষীরচরের বাসিন্দা সাবেক ছাত্রলীগ নেতা, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আল আমিন সজিব বলেন, মারুফা আক্তার পপি ডেডিকেটেড আওয়ামী লীগার। যেমন রাজপথে পুরো মাত্রায় সক্রিয় ছিলো তেমনি বর্তমানে মঞ্চে অথবা অনলাইনে দলের পক্ষে সবসময়ই অন্য অনেকের চেয়ে বেশি সক্রিয়। তাই আমি মনে করি, এবারের সম্মেলনে তাকে  যুগ্ম সাধারণ সম্পাদকের মতো পদে দেখলে অবাক হওয়ার কিছু থাকবেনা।

সজিব আরও বলেন, তার চেয়ে কম যোগ্যতা নিয়ে অনেকেই এমপি মন্ত্রী হয়েছেন সেক্ষেত্রে শেখ হাসিনা তাকে দলের গুরুত্বপূর্ণ পদে রাখতেই পারেন। উল্লেখ্য, মারুফা আক্তার পপি ২০০২ সালে বাংলাদেশ ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করে বর্তমানে আওয়ামী লীগের সদস্য হিসেবে এবং হাসুমণির পাঠশালা নামে একটা গবেষণামূলক প্রতিষ্ঠান নিয়ে কাজ করছে।

সাহস২৪.কম/এএম.

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত