হোমনায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২২, ১৮:২৮

হারুন অর রশিদ, হোমনা

কুমিল্লার হোমনায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে হোমনা কেন্দ্রীয় শহীদ মিনারে শুক্রবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে  সকাল ৬টা ৩০ মিনিটে হোমনা কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পন করেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা  রুমন দে, উপজেলা চেয়ারম্যান রেহেনা বেগম, সহকারী কমিশনার (ভূমি) ইউসুফ হাসান, ওসি মোঃ সাইফুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মোঃ মহাসিন সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক এ.কে.এম ছিদ্দিকুর রহমান আবুল, মুক্তিযোদ্ধা কমান্ডার হুমায়ন কবির, উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শহীদের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।

সকাল ৮টার দিকে উপজেলা পরিষদ মাঠে হোমনা থানাসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহনে কুচকাওয়াজ প্রদর্শিত হয়। এতে অভিবাদন গ্রহণ করেন সেলিমা আহমাদ এমপি, উপজেলা চেয়ারম্যান রেহানা বেগম, উপজেলা নিবার্হী কর্মকর্তা রুমন দে ও থানা অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম। পরে হোমনা থানা পুলিশ, বিএনসিসি, আনসার ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, রোভার স্কাউটসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে সমাবেশ, কুচকাওয়াজ, অভিবাদন গ্রহণ, শরীরচর্চা প্রদর্শন ও পুরস্কার বিতরণ করা হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে ১১টার দিকে উপজেলা শিল্পকলা একাডেমিতে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের এমপি সেলিমা আহমাদ মেরী ও বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান রেহানা বেগম। বিকাল ৪টার দিকে হোমনা শিল্পকলা একাডেমিতে মনোঞ্জ সাংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সাহস২৪.কম/এএম.

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত