লক্ষ্মীপুরে ১৬ ডিসেম্বর উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২২, ১৬:৪১

আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২২ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত। বৃ্হস্পতিবার (১ ডিসেম্বর ) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো.আনোয়ার হোসাইন আকন্দের সভাপতিত্বে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও  ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালনের বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা মূলক পরামর্শ প্রদান করেন। জেলা প্রশাসনের আয়োজনে দুটি দিবস যথাযথ ভাবে পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।

জেলা প্রশাসক মো.আনোয়ার হোসাইন আকন্দ বলেন, ১৬ ডিসেম্বর বিজয় দিবসকে কেন্দ্র করে খেলাধুলা, কুইজ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা, সংবর্ধনা, পুরস্কার বিতরণসহ বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। সারাদিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ অন্যান্য সকল শ্রেণিপেশার মানুষ এতে অংশ নেবেন।

এ সময় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক নূরে আলম সিদ্দিকী, জেলা সিভিল সার্জন ডাক্তার আহম্মেদ কবির, অতিরিক্ত পুলিশ সুপার মংনেথোয়াই মারমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডার মাহবুবুল হক জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আশফাকুর রহমান মামুন। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধাগণ, সাংবাদিক, শিক্ষক ও এনজিও প্রতিনিধি, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

সাহস২৪.কম/এএম.

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত