লক্ষ্মীপুরে ডিজিটাল সেন্টারের এক যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা

প্রকাশ : ১১ নভেম্বর ২০২২, ১৬:২৮

ডিজিটাল সেন্টারের ১ যুগ পূর্তি উপলক্ষে লক্ষ্মীপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শক্রবার (১১ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মেহের নিগার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ, পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া।

সভায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিডিটাল বাংলাদেশ বির্নিমাণে জনগণের দোর গোড়ায় সহজে, দ্রুত ও স্বল্প ব্যয়ে সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ২০১০ সালে ডিজিটাল সেন্টারের উদ্বোধন করেন। এরপর থেকে ডিজিটাল সেন্টারের উদ্যোক্তরা আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে তৃণমূল পর্যায়ের নাগরিকদের বিভিন্ন ধরনের সেবা প্রদান করে আসছে। এর পাশাপাশি ডিজিটাল সেন্টারের কার্যক্রমকে অধিক জনবান্ধব করার লক্ষ্যে উদ্যোক্তাদের মাধ্যমে ই-সেবা ক্যাম্পেইন পালন করা হচ্ছে। সভা শেষে ডিজিটাল সেন্টারের ১ যুগ পূর্তিতে কেক কাটা হয়।

সাহস২৪.কম/এএম/এসকে.

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত