সড়ক দুর্ঘটনায় মায়ের সামনেই প্রাণ গেল শিশুর

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২২, ১২:৪৫

লক্ষ্মীপুরে ঘুরতে বেড়িয়ে মায়ের সামনেই ছয় বছরের শিশু নিহত হয়েছে। ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় ফাতেমা আক্তার নামে ওই শিশু নিহত হয়। বৃহস্পতিবার (০৩ নভেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার দালাল বাজার খোয়াসাগর দিঘীর পশ্চিম পাশে লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ফাতেমা লক্ষ্মীপুর পৌরসভার পশ্চিম লক্ষ্মীপুর এলাকার কবির হোসেনের মেয়ে।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানায়, ফাতেমা তার মা ও খালার সঙ্গে খোয়াসাগর দিঘীরপাড়ে বেড়াতে যায়। পরে বাড়ি ফেরার পথে রাস্তা পারাপারের সময় একটি দ্রুত গতির অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে সে রাস্তার পাশে ছিটকে পড়ে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আরমান হোসেন বলেন, হাসপাতাল আনার আগেই শিশুটির মৃত্যু হয়। পরিবারের লোকজন মৃতদেহ বাড়িতে নিয়ে গেছেন।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। কোথাও কাউকে পাওয়া যায়নি। খোঁজ নেওয়া হচ্ছে।

সাহস২৪.কম/এএম/এসকে.

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
নির্বাচন কমিশনের ওপর মানুষের আস্থা এখন শূন্যের কোঠায় পৌঁছেছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। আপনিও কি তাই মনে করেন?