ভোট জালিয়াতির বিরুদ্ধে খেলা হবে: কাদের

প্রকাশ | ২৯ অক্টোবর ২০২২, ১৮:৪৭ | আপডেট: ২৯ অক্টোবর ২০২২, ১৯:০২

অনলাইন ডেস্ক

ভোট জালিয়াতির বিরুদ্ধে খেলা হবে, দুর্নীতির বিরুদ্ধে খেলা হবে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, টাকা পেলেই বিএনপি খুশি। টাকার বস্তার বিছানার ওপর ফখরুল শুয়ে আছে।

শনিবার (২৯ অক্টোবর) বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্য মেলার মাঠে আয়োজিত ঢাকা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, রংপুরে একটি সমাবেশ হচ্ছে। রংপুরে রঙ-বেরঙের নাটক হচ্ছে। ৩ দিন আগে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে সবাইকে এনেছে। মঞ্চের সামনে শুয়ে আছে, মঞ্চের ওপর শুয়ে আছে। বাড়ির ছাদের ওপর শুয়ে আছে। ফখরুলের খবর কী? ফখরুল শুয়ে আছে টাকার বস্তার ওপর। টাকারে টাকা, দুবাইয়ের টাকা। ফখরুল মহাখুশি। টাকা পেলেই বিএনপি খুশি। টাকার বস্তার বিছানার ওপর ফখরুল শুয়ে আছে।

তিনি বলেন, রংপুরে সমাবেশ করবে। ফখরুল সাহেব কত বলবেন, লাখের কমতো দেখেন না! চট্টগ্রামে লাখের কাছাকাছি, ময়মনসিংহে ৩০, খুলনায় ৩০, রংপুর কত করলেন? ৫০, ৬০ হাজার? আর ঢাকা জেলা আওয়ামী লীগের সম্মেলনে কত লোক হয়েছে খবর নিন। ঢাকার ছবিও দেখুন, রংপুরের ছবিও দেখুন। আপনারটা দেখুন, আমাদেরটাও দেখুন। এখানে তো শেখ হাসিনা নেই।

ওবায়দুল কাদের আরও বলেন, চট্টগ্রামে পলো গ্রাউন্ডে দেখাব- ৪ ভাগের ২ ভাগও পোরেনি। পোলো গ্রাউন্ড, ৪ ডিসেম্বর শেখ হাসিনা যাবেন। ১০ লাখ লোক সেদিন দেখাব। আপনারা ১০ লাখ মুখে বলবেন, আমরা বাস্তবে দেখাব।