অনলাইনে চটকদারি বিজ্ঞাপনে ৩০ লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ৩

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২২, ১২:২৯

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন অনলাইনে চটকদারি বিজ্ঞাপনের মাধ্যমে ৩০ লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে প্রতারক চক্রের তিন সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি পুলিশ)। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। এরা হলেন-কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের যাদবপুর গ্রামের মাসুদ তালুকদারের স্ত্রী তানিয়া খাতুন, মান্নু তালুকদারের স্ত্রী লিমা খাতুন ও মহিষখোলা গ্রামের আছাদ শেখের ছেলে বাবর আলী। এ সময় এদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন মডেলের ১০টি মোবাইল ফোন ও বিভিন্ন কোম্পানির ৪৮টি সিমকার্ড জব্দ করা হয়েছে।

ডিবি পুলিশের এসআই আলী হোসেন জানান, প্রতারকচক্রটি দীর্ঘদিন ধরে ফেসবুকে বিভিন্ন আইডি খুলে ও অনলাইনে চটকদারি বিজ্ঞাপনের মাধ্যমে পণ্য বিক্রির নামে সাধারণ মানুষের কাছ থেকে বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নিত। তাদের কয়েকটি বিকাশ নাম্বরের মাধ্যমে ৩০ লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার প্রমাণ মিলেছে। গ্রেপ্তারকৃতদের নামে কালিয়া থানায় মামলা হয়েছে।

সাহস২৪.কম/এএম/এসকে.

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত