লক্ষ্মীপুরে কোডেক এর পরিকল্পনা ও সমন্বয় সভা

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২২, ১৮:২১

লক্ষ্মীপুরে কোডেক এর পরিকল্পনা ও সমন্বয় এবং তেল বীজ ভাংগানো মেশিন ক্রয়ে অনুদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ অক্টোবর) সকালে কোডেক এর জেলা কার্যালয়ে এই সমন্বয় সভা ও অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কোডেক প্রধান কার্যালয় থেকে আগত উপ-সহকারী পরিচালক শেখ রেজোয়ান হোসেনের সভাপতিত্বে প্রধান অথিতি ছিলেন জেলা কৃষি সম্প্রচারন অধিদপ্তরের উপ-পরিচালক ড.জাকির হোসেন। বিশেষ অথিতি ছিলেন, জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম, জেলা কৃষি বিপণন কর্মকর্তা মোঃ মনির হোসেন, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ নুরুল ইসলাম পাটোয়ারী।

কোডেক এর  কৃষি কর্মকর্তা মোঃ কাওসার উদ্দিনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, সিনিয়র যোনাল ম্যানেজার আঃ মান্নান মোল্লা, এলাকা ব্যাবস্থাপক আসাদুজ্জামান শেখ, সহ-ব্যাবস্থাপক জামাল উদ্দিন সহ কোডেক এর কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানে কোডেক এর অতীত এবং আগামী পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। পরে তেল বীজ ভাংগানো মেশিন ক্রয়ে আনোয়ার হোসেন মোল্লাকে অনুদান দেওয়া হয়।

সাহস২৪.কম/এএম/এসকে.

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত