স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২২, ১৪:০৫

সাহস ডেস্ক

দিনাজপুরের নবাবগঞ্জে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা মামলায় স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১২ অক্টোবর) বিকালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শরিফ উদ্দিন আহমেদ এ রায় দেন। দণ্ডিত রেজোয়ান সাদ্দাম (২৬) দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার হরিপুর গ্রামের হারুনুর রশিদের ছেলে।

মামলার উদ্ধৃতি দিয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট তৈয়বা বেগম জানিয়েছেন, দিনাজপুরে নবাবগঞ্জ উপজেলার হরিপুর গ্রামের বাসিন্দা রেজোয়ান সাদ্দাম যৌতুক দাবিতে স্ত্রী লায়লা বানুকে (২২) গেল ২০১৬ সালের ২৫ জুলাই পিটিয়ে হত্যা করেন। এ ব্যাপারে মেয়ের বাবা সাজ্জাদ বাদী হয়ে রেজোয়ান সাদ্দামের বিরুদ্ধে পরদিন নবাবগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। আসামি সাদ্দাম ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে স্ত্রীকে হত্যার কথা স্বীকার করে নেয়। এছাড়াও মামলায় ১৬ জনের সাক্ষ্য গ্রহণ করেন বিচারক। এতে দোষী প্রমাণিত হওয়ায় তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছেন বিচারক।

সাহস২৪.কম/এএম/এসকে.

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত