রামগতি উপজেলা আওয়ামী লীগের সম্মেলন, সভাপতি মুরাদ সম্পাদক ওয়াহেদ

প্রকাশ : ১১ অক্টোবর ২০২২, ১৮:১৬

লক্ষ্মীপুরের রামগতি উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে সভাপতি সভাপতি হলেন বীর মুক্তিযোদ্ধা আবদুল ওয়াহেদ মুরাদ, সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল ওয়াহেদ। অধ্যাপক আবদুল ওয়াহেদ দ্বিতীয়রারের মতো সাধারণ সম্পাদক হয়েছেন। অন্যদিকে ভারমুক্ত হয়ে এইবার সভাপতি হয়েছেন বীর মুক্তিযোদ্ধা আবদুল ওয়াহেদ মুরাদ। এর আগে ২০১৬ সালের ২৭ এপ্রিল সভাপতি অধ্যক্ষ গোলাম মাওলা চৌধুরী মৃত্যুর পর থেকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন প্রবীন রাজনীতিবিদ ও তৎকালীন বৃহত্তর নোয়াখালী ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ মুরাদ। দীর্ঘ ১৯ বছর পর রামগতি উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি সভাপতি নির্বাচিত হয়েছেন। সোমবার (১০ অক্টোবর) সকালে উপজেলার আ.স.ম. আবদুর রব সরকারি কলেজ মাঠে সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ। বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন ও কৃষি বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলি। এর আগে জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু সম্মেলনের উদ্ধোধন করেন। সম্মেলনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন এমপি সহ জেলার সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

হাজার হাজার নেতাকর্মীর উপস্থতিতে সম্মেলনের প্রথম অধিবেশন শেষ হয়। দ্বিতীয় অধিবেশনে জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নুরউদ্দিন চৌধুরী নয়ন এম পি, সভাপতি হিসেবে আবদুল ওয়াহেদ মুরাদ আংশিক কমিটি ঘোষণা করেন।

উল্লেখ্য, ২০০৩ সালের ৩ অক্টোবর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন হয়। সেখানে গোলাম মাওলা চৌধুরী সভাপতি ও আবদুল ওয়াহেদকে সাধারণ সম্পাদক করা হয়। পরবর্তী সময়ে ২০০৬ সালে রামগতি বিভক্তি হয়ে নতুন কমলনগর উপজেলা হয়। এরপর রামগতি আওয়ামী লীগের কমিটির একটি অংশ কমলনগর উপজেলা কমিটিতে নাম লেখায়। ২০১৬ সালের ২৬ এপ্রিল গোলাম মাওলা চৌধুরীর মৃত্যুর পর আবদুল ওয়াহেদ মুরাদকে ভারপ্রাপ্ত সভাপতি করা হয়। ওই কমিটির মেয়াদ শেষ হওয়ার পর থেকে ১৩ বার সম্মেলনের দিন-তারিখ নির্ধারণ করা হলেও বিভিন্ন কারনে হয়নি এ সম্মেলন।

সাহস২৪.কম/এএম/এসকে.

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত