বোদায় বজ্রপাতের আঘাতে ব্যক্তির মৃত্যু

প্রকাশ : ১০ অক্টোবর ২০২২, ১৪:৩৫

ডিজার হোসেন বাদশা, পঞ্চগড়

পঞ্চগড়ের বোদা উপজেলায় বজ্রপাতে প্রদীপ চন্দ্র বর্মন (৩০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রবিবার (৯ অক্টোবর) বিকালে উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত প্রদীপ ডাঙ্গাপাড়া এলাকার মহেশ চন্দ্র বর্মনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের খাওয়া শেষে বিকালে হালকা বৃষ্টির মাঝে বাড়ির পাশে থাকা একটি খালের পানিতে মাছ ধরতে যায় প্রদীপ। মাছ ধরার একসময় প্রচণ্ড জোরে বজ্রপাত হলে সে মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে। পরে স্থানীয়দের মাধ্যমে থানা পুলিশ খবর পেয়ে নিহতের বাড়িতে গিয়ে মৃতদেহের প্রাথমিক সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করে।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় কুমার রায় রাতে নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় জিডি মূলে মামলা দায়ের করা হয়েছে।

সাহস২৪.কম/এএম/এসকে.

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত