থাইল্যান্ডে ডে কেয়ার সেন্টারে গুলি, শিশুসহ নিহত ৪

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২২, ১৬:৫৪

আন্তর্জাতিক ডেস্ক

থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ নং বুয়া লম্ফুতে একটি ডে-কেয়ার সেন্টারে সাবেক এক পুলিশ সদস্যের এলোপাতাড়ি গুলিতে ৩৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ২৩ শিশু রয়েছে।

এই  ঘটনায় জড়িত ওই পুলিশ সদস্য তার স্ত্রী ও সন্তানকে খুন করার পর নিজেও আত্মহত্যা করেছেন।

নিহতদের মধ্যে শিশু ও প্রাপ্ত বয়স্করাও রয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। হামলাকারী শিশু ও প্রাপ্তবয়স্কদের ওপর ছুরি ও বন্দুক নিয়ে হামলা চালায়। থাই মিডিয়াগুলো বলছে, হামলাকারীকে মৃত অবস্থায় পাওয়া গেছে, সে নিজ বন্দুকের গুলিতে আত্মহত্যা করেছে। তার উদ্দেশ্য কী ছিল জানা যায়নি।

পুলিশ বলছে, হামলাকারীকে শেষবার ব্যাংকক একটি সাদা টয়োটা পিকআপে ট্রাক চালাতে দেখা গেছে। বিভিন্ন সূত্রে বিবিসি জানিয়েছে, হামলাকারী সাবেক পুলিশ কর্মকর্তা মাদক সংক্রান্ত ঘটনায় গত বছরে বরখাস্ত হন।

বুয়া লামফু প্রদেশের একজন সিনিয়র পুলিশ কর্মকর্তার বরাতে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, নিহতদের মধ্যে ২৩ শিশু রয়েছে।

থাইল্যান্ডে এমন বন্দুক হামলার ঘটনা বিরল। ২০২০ সালে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দেশটিতে এক সেনা সদস্যের গুলিতে ২৯ জন নিহত ও ৫৭ জন আহত হন।  সূত্র: বিবিসি, ওয়াশিংটন পোস্ট।

সাহস২৪.কম/এসএস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত