খাগড়াছড়িতে ইউপিডিএফ নেতাকে হত্যার প্রতিবাদে সড়ক অবরোধের ঘোষণা

প্রকাশ | ০৩ সেপ্টেম্বর ২০২২, ১৯:০৮

অনলাইন ডেস্ক

খাগড়াছড়ির গুইমারায় ইউপিডিএফ সংগঠক অংথোই মারমাকে গুলি করে হত্যার প্রতিবাদে সড়ক অবরোধের ডাক দেওয়া হয়েছে। রবিবার (০৪ সেপ্টেম্বর) গুইমারা, মাটিরাঙ্গা, রামগড়, মানিকছড়ি ও লক্ষ্মীছড়ি উপজেলায় আধাবেলার এই অবরোধের ডাক দিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।

শনিবার (০৩ সেপ্টেম্বর) সংবাদ মাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে ইউপিডিএফ এর খাগড়াছড়ি জেলা সংগঠক অংগ্য মারমা এই অবরোধ কর্মসূচির ঘোষণা দেন। বিবৃতিতে তিনি অবরোধ কর্মসূচি সফল করতে সকল যানবাহন মালিক-চালক ও শ্রমিক সংগঠনসহ সর্বস্তরের জনসাধারণের প্রতি অনুরোধ জানিয়েছেন।

উল্লেখ্য, শুক্রবার (০২ সেপ্টেম্বর) সকাল ১০টার সময় গুইমারার দেওয়ান পাড়া এলাকায় সন্ত্রাসীরা ইউপিডিএফ সংগঠক অংথোই মারমা আগুনকে গুলি করে হত্যা করে।

সাহস২৪.কম/এএম/এসকে.