লক্ষ্মীপুরে শহীদদের স্মরণে ছাত্রলীগের আলোচনা সভা

প্রকাশ : ৩০ আগস্ট ২০২২, ১৬:১৭

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৫ আগস্ট সকল শহীদদের স্মরণে লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুর সরকারি কলেজের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া। জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম রকির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেন ভূঁইয়ার সঞ্চালনায় এতে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট রাসেল মাহমুদ মান্না, আবদুল মতলব, সাইফুল হাসান পলাশ, শাহজাহান কামাল, ফরিদা ইয়াসমিন লিকা, জেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি মো. বেলাল হোসেন, শ্রমিকলীগ নেতা মো. মামুনুর রশিদ, ইউসুফ পাটোয়ারী, যুবলীগ নেতা শেখ জামান রিপন, মো. আশরাফুল আলম, মো.মিরাজ, লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রলীগ  সভাপতি ফাহাদ বিন কামাল মাহি, সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন, জেলা ছাত্রলীগের সহসভাপতি নজরুল ইসলাম বাপ্পি ও রামগতি উপজেলা ছাত্রলীগের সভাপতি আকবর হোসেন সুখী।

এসময় বক্তরা বলেন, খুনিরা মনে করছে বঙ্গবন্ধুকে হত্যা করে, তারা এদেশ থেকে বঙ্গবন্ধুর নাম মুছে দিবে। কিন্তু তারা পারেনি। আজ কোটি মানুষের মাঝে বঙ্গবন্ধু বেঁচে আছে। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা তার নেতৃত্বে বাংলাদেশকে এগিয়ে নিচ্ছে।

সাহস২৪.কম/এএম/এসকে.

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত