কুষ্টিয়ায় চলন্ত ট্রেনে ঢিল ছুঁড়ে কারাগারে যুবক

প্রকাশ : ২৭ আগস্ট ২০২২, ১২:৪৭

সাহস ডেস্ক

কুষ্টিয়ার কোর্ট স্টেশনে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় শুক্রবার (২৬ আগস্ট) এক যুবককে আটক করে আদালতের মাধ্যমে কারগারে পাঠিয়েছে রেলওয়ে পুলিশ। আটক সুমন আলী (২৪) সুনামগঞ্জের ছাতক উপজেলার বাসিন্দা। সুমনের ছোড়া পাথরে ট্রেনের বেশ কয়েকটি কাঁচ ভেঙে যায় এবং এক যাত্রী আহত হন। আহত যাত্রীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

পোড়াদহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজের আলী জানান, সুমন নিজেকে মানসিক বিকারগ্রস্থ হিসেবে দাবি করেছেন। তবে তার আচার ও আচরণে এই রকম কোনো লক্ষণ ধরা পড়েনি। তাকে ভবঘুরে বলে মনে হচ্ছে।

ওসি জানান, বেলা ১১টার দিকে ফরিদপুরগামী মধুমতি এক্সপ্রেস ট্রেন কোর্ট স্টেশন থেকে ছেড়ে যাওয়ার সময় এই ঘটনা ঘটে। ওই সময় সমুন হঠাৎ ট্রেনে পাথর ছুড়তে থাকে। পাথরের আঘাতে ট্রেনের জানালার কাঁচ ভেঙে আশরাফুল ইসলাম নামে এক যাত্রী আহত হন। এছাড়া ট্রেনের বেশ কয়েকটি জানালার কাঁচ ভেঙে যায়। পরে স্থানীয়দের সহায়তায় যুবককে আটক করে রেলওয়ে পুলিশ। এ ব্যাপারে সুমনের বিরুদ্ধে পোড়াদহ রেলওয়ে থানায় মামলা হয়েছে।

সাহস২৪.কম/এএম/এসকে.

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত