বাগেরহাটে হাঁসের ঘর থেকে ১২ ফুট লম্বা অজগর উদ্ধার

প্রকাশ | ২৪ আগস্ট ২০২২, ১৮:২৪

অনলাইন ডেস্ক

সুন্দরবন সংলগ্ন বাগেরহাটের শরণখোলা উপজেলার একটি বাড়ির হাঁসের ঘর থেকে ১২ ফুট লম্বা একটি অজগর উদ্ধার করা হয়েছে। বুধবার (২৪ আগস্ট) সকালে বন সুরক্ষা বিষয়ক ভিটিআরটি ও সিপিজি কমিটির সদস্যরা উপজেলার সোনাতলা গ্রামের কৃষক বিল্লাল খানের বাড়ির হাঁসের ঘর থেকে অজগরটি উদ্ধার করে।

সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন জানান, সুন্দরবন ছেড়ে ভোলা নদী পাড়ি দিয়ে অজগরটি সোনাতলা গ্রামের ওই কৃষকের বাড়ির হাঁসের খোপে ঢুকে পড়ে। খবর পেয়ে ভিটিআরটি ও সিপিজি কমিটির সদস্যরা অজগরটিকে উদ্ধার করে নিয়ে আসে। তিনি জানান, গত ৬ মাসে সুন্দরবন সংলগ্ন গ্রাম থেকে অর্ধশতাধিক অজগর উদ্ধার করা হয়েছে। এসব অজগর সুন্দরবন ছেড়ে নদী-খাল পাড়ি দিয়ে বনসংলগ্ন লোকালয়ে যায়।

তিনি আরও জানান, সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জ এলাকায় বন বিভাগ অজগরটি অবমুক্ত করে। অজগরটি ভোলা নদী পার হয়ে ওই বাড়িতে গিয়ে হাঁসের খোপে ঢুকে তিনটি হাঁস খেয়েছে। এছাড়া উদ্ধার করা অজগরটির ওজন ২০ কেজি এবং দৈর্ঘ্য ১২ ফুট। বয়স প্রায় ৬ বছর।

সাহস২৪.কম/এএম/এসকে.