কুষ্টিয়ায় পিস্তল-গুলিসহ ছাত্রদল নেতা আটক

প্রকাশ | ২৩ আগস্ট ২০২২, ১৪:৩০

অনলাইন ডেস্ক

কুষ্টিয়ায় আদালত প্রাঙ্গণ থেকে ছাত্রদলের এক নেতাকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার (২২ আগস্ট) বিকালে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের মিরপুর বিজিবি সেক্টরের কাছ থেকে তাকে আটক করা হয়। আটক খন্দকার তসলিম নিশাত জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য সচিব। কুষ্টিয়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

আটকের সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয় বলেও পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে। তবে খন্দকার তসলিম নিশাতের বাবা খন্দকার টিপু সুলতানের দাবি, আটকের সময় তার ছেলের কাছে কোনো অস্ত্র ও গুলি পাওয়া যায়নি। তিনি জানান, সোমবার আদালতে একটি মামলার হাজিরা দিয়ে এসে বিজিবির ‘কিছুক্ষণ’ ক্যান্টিনে বসে বন্ধুদের সঙ্গে চা পান করছিল নিশাত। সেখান থেকে ডিবি পুলিশ তাকে আটক করে।

সাহস২৪.কম/এএম/এসকে.