পঞ্চগড়ে অবৈধ প্রক্রিয়ায় খাদ্য উৎপাদনের দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশ : ১০ আগস্ট ২০২২, ১৭:৫৭

ডিজার হোসেন বাদশা, পঞ্চগড়

পঞ্চগড়ে অবৈধ প্রক্রিয়ায় খাদ্যপণ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ করার দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (১০ আগস্ট) দুপুরে তেঁতুলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়নের ভজনপুর নিজবাড়ি ও ভজনপুর কলেজমোড় এলাকায় অভিযান পরিচালনা করে তাদের এই জরিমানা করেন ভোক্তা অধিদপ্তরের পঞ্চগড় কার্যালয়ের পরিচালক পরেশ চন্দ্র বর্মন।

জানা যায়, জেলার তেঁতুলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়নের ভজনপুর নিজবাড়ি ও ভজনপুর কলেজমোড় এলাকায় বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ করার অপরাধে শামীম বেকারিকে ৪ হাজার ও নিশাত বেকারিকে ৫ হাজার টাকাসহ মোট ৯ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

সাহস২৪.কম/এএম/এসকে.

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত