স্যানিটাইজার গোডাউনে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৪

প্রকাশ : ০৮ আগস্ট ২০২২, ১৩:১২

সাহস ডেস্ক

রাজধানীর কামারপাড়ায় রাজাবাড়িতে একটি হ্যান্ড স্যানিটাইজারের গোডাউনে বিস্ফোরণের ঘটনায় সোমবার (০৮ আগস্ট) দগ্ধ হওয়া আরও একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে। নিহতের নাম মো. মিজান (৩৫)।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, ৯৫ শতাংশ দগ্ধ মিজান শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রাত দেড়টার দিকে মারা যান। এর আগে রবিবার (০৭ আগস্ট) একই হাসপাতালে আহত তিনজন-গাজী মাজহারুল ইসলাম (৪৮), মো. আলম মিয়া (২০) ও মো. নুর হোসেন (৬০) মারা যান।

তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, শনিবার বেলা পৌনে ১২টার দিকে হ্যান্ড স্যানিটাইজারের একটি গোডাউনে বিস্ফোরণ ঘটে এবং এতে আটজন আহত হয়। আহত অপর চার জন হলেন-মাসুম (৩৫), মো. আল-আমিন (৩০), শফিকুল (২৫) ও মো. শাহীন (২৫)। তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

হাসপাতালের আবাসিক সার্জন ডা. এসএম আইয়ুব হোসেন জানান, আহতদের মধ্যে মাসুম ৯৫ শতাংশ, শফিকুল ৮০ শতাংশ, আল-আমিন ৭৫ শতাংশ ও শাহিন ৩৫ শতাংশ পুড়ে গেছে।

সাহস২৪.কম/এএম/এসকে.

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত