ফের ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’

প্রকাশ : ২৩ জুলাই ২০২২, ১২:০১

নিজস্ব প্রতিবেদক
ছবি : ঢাকার বায়ু দূষণ।

গত সপ্তাহে বেশ ভালোই ছিল রাজধানী ঢাকার বাতাসের মান। তবে শনিবার (২৩ জুলাই) সকালে ঢাকার বাতাসের মান আবারো ‘অস্বাস্থ্যকর’ বলে পরিমাপ করা হয়েছে। এদিন সকাল ৯টা ২ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ১০৮ স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ষষ্ঠ।

ইরানের তেহরান, চিলির সান্তিয়াগো ও পাকিস্তানের লাহোর একিউআই স্কোর যথাক্রমে ১৫২, ১৫২ ও ১৪২ নিয়ে এ তালিকার শীর্ষ তিন অবস্থানে রয়েছে। একিউআই স্কোর ১০১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ বলে ধরা হয়, বিশেষ করে সংবেদনশীল গোষ্ঠীর জন্য। একইভাবে একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ পর্যন্ত ‘খারাপ’ এবং ৩০১ থেকে ৪০০ পর্যন্ত ‘ঝুঁকিপূর্ণ’ যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।

প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের জন্য কোন ধরনের স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে তা জানায়।
বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি ধরনকে ভিত্তি করে- বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ এবং ওজোন (ও৩)।

ঢাকা দীর্ঘদিন ধরে বায়ু দূষণে ভুগছে। এর বাতাসের গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে যায় এবং বর্ষাকালে কিছুটা উন্নত হয়। ২০১৯ সালের মার্চ মাসে পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ঢাকার বায়ু দূষণের তিনটি প্রধান উৎস হল, ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলো। জাতিসংঘের তথ্যমতে, বিশ্বব্যাপী প্রতি ১০ জনের মধ্যে ৯ জন দূষিত বাতাসে শ্বাস নেন এবং বায়ু দূষণের কারণে প্রতি বছর প্রধানত নিম্ন ও মধ্য আয়ের দেশে আনুমানিক ৭০ লাখ মানুষের অকাল মৃত্যু ঘটে।

সাহস২৪.কম/এসএস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত