প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মোদির ঈদ শুভেচ্ছা

প্রকাশ | ১০ জুলাই ২০২২, ১৬:৩১ | আপডেট: ১০ জুলাই ২০২২, ১৬:৩৫

অনলাইন ডেস্ক

‘ক্রমবর্ধমান জটিল ও চ্যালেঞ্জিং’ আন্তর্জাতিক পরিবেশ সত্ত্বেও বাংলাদেশের সঙ্গে একত্রে কাজ করা নাগরিকদের জন্য অন্তর্ভূক্তিমূলক প্রবৃদ্ধি প্রদানে আশাবাদ ব্যক্ত করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে চমৎকার সহযোগিতা ও অংশীদারিত্ব জোরদার করার জন্য আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যৌথ অঙ্গীকার। যার মাধ্যমে আমরা অন্তর্ভূক্তিমূলক প্রবৃদ্ধি অব্যাহত রাখতে পারি।

আগামী কয়েক সপ্তাহের মধ্যে নয়াদিল্লিতে সাক্ষাতের সময় এটি ও অন্যান্য বিষয় নিয়ে আলোচনার জন্য উন্মুখ বলেও মোদি জানান। এছাড়া ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ব্যক্তিগত শুভেচ্ছা জানিয়েছেন মোদি। ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রী মোদি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এক শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন।

তিনি বলেন, আমি আপনাকে (প্রধানমন্ত্রী শেখ হাসিনা), আপনার পরিবার এবং বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণকে শুভেচ্ছা হিসেবে ঈদ মোবারক জানাতে পেরে আনন্দিত।

সাহস২৪/রাজ