রংপুরে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ১৫ বছর পর ৩ জনের যাবজ্জীবন

প্রকাশ : ২৭ জুন ২০২২, ১৫:২০

সাহস ডেস্ক

রংপুরে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় ১৫ বছর পর তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন বিচারক। রবিবার (২৬ জুন) দুপুরে রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত-১ এর বিচারক মো. মোস্তফা কামাল এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন, রংপুর নগরীর এরশাদ নগর এলাকার আব্দুল জলিলের ছেলে আসাদুল ইসলাম, আউয়াল মিয়ার ছেলে রঞ্জু মিয়া ও কেডিসি রোড এলাকার আব্দুস ছাত্তারের ছেলে বাবু মিয়া। রায় ঘোষণার সময় দুই আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত থাকলেও মামলার মূল আসামি বাবু মিয়া পলাতক ছিলেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০০৭ সালের ২৬ মে নগরীর তাজহাট টিবি হাসপাতাল সংলগ্ন বস্তি থেকে রিকশাযোগে মর্ডান মোড়ে যাচ্ছিলেন ওই তরুণী (তৎকালীন বয়স ২৪)। পথে বাবু মিয়া ও তার সহযোগীরা রিকশার গতি রোধ করে তাকে তুলে নিয়ে নগরীর কৃষি খামারবাড়ি সংলগ্ন একটি জঙ্গলে ধর্ষণ করে। এ ঘটনায় ধর্ষণের শিকার ওই নারী নিজেই বাদী হয়ে বাবু মিয়াকে প্রধান আসামি করে তিনজনের বিরুদ্ধে মামলা করেন। মামলার তৎকালীন তদন্ত কর্মকর্তা আজিজুল ইসলাম তদন্ত সাপেক্ষে তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) খন্দকার রফিক হাসনাইন জানান, সাক্ষ্যপ্রমাণ শেষে রবিবার দুপুরে আদালত তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত