সুনামগঞ্জে বন্যার্তদের এক লাখ লিটার পানি হস্তান্তর

প্রকাশ | ২৩ জুন ২০২২, ১৮:১০

অনলাইন ডেস্ক

সুনামগঞ্জের বন্যার্ত মানুষের খাবার পানির তীব্র সংকট দেখা দিয়েছে। এই সমস্যা লাঘবে এক লাখ লিটার বিশুদ্ধ পানির বোতল জেলা যুবলীগের কাছে হস্তান্তর করা হয়েছে। বুধবার (২২ জুন) দুপুরে দুটি ট্রাকে করে ঢাকা থেকে এই বোতলগুলো চেম্বার ভবনে এসে পৌঁছালে তা গ্রহণ করেন জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপল।

খায়রুল হুদা চপল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এবং যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মইনুল হোসেন খান নিখিলের তত্ত্বাবধানে সুনামগঞ্জের ভানবাসি মানুষজনের বিশুদ্ধ পানীয় জলের সংকট নিবারণের জন্য এক লাখ লিটার বোতল পানি পাঠানো হয়েছে। তিনি জানান, জেলার যে সব এলাকার মানুষজন বিশুদ্ধ পানীয় জলের সংকটে আছেন সেই সব জায়গাতে যুবলীগের প্রতিটি নেতা-কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে তা বিতরণ করবেন।