বৃষ্টিপাতে টিলা ধসে একই পরিবারের চারজন নিহত

প্রকাশ : ০৬ জুন ২০২২, ১৩:২৯

সাহস ডেস্ক

সিলেটের জৈন্তাপুর উপজেলায় ভারী বৃষ্টিপাতে টিলা ধসে একই পরিারের চারজনের মৃত্যু হয়েছে। এঘটনায় আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন। সোমবার (০৬ জুন) ভোররাত ৪টার দিকে উপজেলার চিকনাগুল ইউনিয়নের সাতজনিন গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সাতজনিন গ্রামের বাসিন্দা আব্দুল করিমের ছেলে জাবেদ আহমদ (৩৫,) তার স্ত্রী সুমি বেগম (৩০), ভাতিজা সাফি আহমদ (৫) ও ভাবী শামীমারা বেগম (৪৮)।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার চিকনাগুল ইউনিয়নের পূর্ব সাতজনি গ্রামে টিলার পাশে পরিবার নিয়ে বসবাস করতেন রফিক আহমদ ও জুবের আহমদ। সোমবার (০৬ জুন) ভোর ৪টার দিকে টিলা ধসে তাদের ঘরের উপর পড়ে। মাটি চাপায় তাদের পরিবারের চারজন নিহত হন। এতে ঘরে থাকা আরও পাঁচ জন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে তারা এসে হতাহতদের উদ্ধার করে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগির আহমদ বলেন, ‘তারা টিলার নিচে মাটি সমান করে ঘর বানিয়ে থাকতেন। সেখানকার মাটি নরম ছিল। রাতভর ভারী বৃষ্টিপাতে গাছপালা সহ টিলা ধসে ঘরের ওপর পড়ে। এ সময় ঘুমন্ত অবস্থায় শিশুসহ চারজন নিহত হয়। আহত হয় পাঁচ জন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা নিহতদের মৃতদেহ উদ্ধার করেন। আহতদের উদ্ধারের পর সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

সাহস২৪.কম/এএম/আরএস.

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত