গোমস্তাপুরে আগ্নেয়াস্ত্রসহ ১৩ মামলার আসামি গ্রেপ্তার

প্রকাশ : ০১ জুন ২০২২, ১৭:১১

সাহস ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ১৩ মামলার পলাতক আসামি জাহিরুল ইসলামকে (৩৮) গ্রেপ্তার করেছে র‍্যাব। মঙ্গলবার (৩১ মে) রাতে উপজেলার বোয়ালিয়া ইউপির বাগডাংগা বিলের কাছে রাস্তার ওপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে দুটি পিস্তল, ছয় রাউন্ড গুলি ও দুটি ম্যাগজিন জব্দ করা হয়েছে। গ্রেপ্তার জাহিরুল ইসলাম উপজেলার চৌডালা ইউপির নন্দলালপুর এলাকার সাদিকুল ইসলাম ওরফে কুলুর ছেলে। তার বিরুদ্ধে ৫টি ডাকাতি, ২টি অস্ত্র, একটি  বিস্ফোরক, ৩টি মাদক ও ২টি চুরির মামলা রয়েছে।

র‌্যাব-৫ এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (৩১ মে) চাঁপাইনবাবগঞ্জ র‌্যাবের একটি দল অভিযানে নামে। রাত ১০টার দিকে বোয়ালিয়া ইউপির বাগডাংগা বিলের কাছে থেকে জাহিরুল ইসলামকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে দুটি পিস্তল, ছয় রাউন্ড গুলি ও দুটি ম্যাগজিন জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাহিরুল অবৈধ অস্ত্রগুলো বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার কথা স্বীকার করেছেন। এছাড়া দীর্ঘদিন ধরে অবৈধ আগ্নেয়াস্ত্র ব্যবসায় জড়িত থাকার বিষয়টিও স্বীকার করেছেন তিনি। র‌্যাব আরও জানায়, ১৩ মামলার আসামি জাহিরুলের অস্ত্রসহ আটকের ঘটনায় গোমস্তাপুর থানায় নতুন মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

সাহস২৪.কম/এএম/এসকে.

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত