নিত্যপণের বাজার নিয়ন্ত্রণের দাবিতে জাসদের বিক্ষোভ

প্রকাশ : ২৪ মে ২০২২, ২০:৫৩

সাহস ডেস্ক

বিদ্যুৎ, গ্যাসের দাম বাড়ানোর পায়তারা বন্ধ এবং নিত্যপণের বাজার নিয়ন্ত্রণের দাবিতে জাসদ ঢাকা মহানগর সমন্বয় কমিটি মঙ্গলবার (২৪ মে) সকাল ১১টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে জিপিও’র সামনে জাসদ চত্বরে মানববন্ধন-সমাবেশ-বিক্ষোভ মিছিল করেছে। সমাবেশ শেষে জাসদের নেতা-কর্মীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে বঙ্গবন্ধু এভিনিউ, পল্টন, তোপখানা, প্রেসক্লাব এলাকা প্রদক্ষিন করে।

জাসদ ঢাকা মহানগর সমন্বয় কমিটির সমন্বয়ক মীর হোসাইন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোহর আলী চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক শওকত রায়হান, রোকনুজ্জামান রোকন, ওবায়দুর রহমান চুন্নু, সাংগঠনিক সম্পাদক মোঃ নুরুন্নবী, কোষাধ্যক্ষ মনির হোসেন, সহ-সম্পাদক মফিজুর রহমান বাবুল, মহানগর দক্ষিণের সভাপতি হাজী ইদ্রিস ব্যাপারী, শ্রমিক জোটের সহ-সভাপতি মাহবুবুর রহমান, যুব জোটের যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল ইসলাম সুমন, ছাত্রলীগ সভাপতি রাশিদুন্নবী ননী, সাধারণ সম্পাদক মাসুদ আহমেদ, ভ্রাম্যমান হকার্স পরিষদের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদ প্রমুখ।

২৬ মে বৃহস্পতিবার জেলা-উপজেলায় জাসদের মানববন্ধন-সমাবেশ-বিক্ষোভ মিছিল জাসদ বিদ্যুৎ, গ্যাসের দাম বাড়ানোর পায়তারা বন্ধ এবং নিত্যপণের বাজার নিয়ন্ত্রণের দাবিতে আগামী বৃহস্পতিবার (২৬ মে) দেশব্যাপী সকল জেলা-উপজেলায় মানববন্ধন-সমাবেশ-বিক্ষোভ মিছিল করবে। জাসদ সাধারণ সম্পাদক শিরীন আখতার ২৬ মের কর্মসূচি সফল করার জন্য দলের সকল জেলা ও উপজেলা কমিটির প্রতি আহবান জানিয়েছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত