শারীরিক অবস্থার অবনতি, সিঙ্গাপুর গেলেন মির্জা আব্বাস

প্রকাশ : ২৪ মে ২০২২, ১৫:৫৪

সাহস ডেস্ক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থার আরও অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর নেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ মে) সকাল সাড়ে ৮ টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে তিনি ঢাকা ত্যাগ করেন। গত ১৭ মে থেকে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন। বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ফ্লাইট ছাড়ার আগ মুহূর্তে তাকে বিমানে উঠতে দেওয়া হয়েছে। মির্জা আব্বাসের সঙ্গে সিঙ্গাপুর গেছেন তার স্ত্রী আফরোজা আব্বাস, বড় ছেলে মির্জা ইয়াসের আব্বাস ও ছোট ছেলে মির্জা আজান।’

পরিবার সূত্রে জানা যায়, গত ১৭ মে ভোরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু তার শারীরিক অবস্থার আরও অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। মির্জা আব্বাসের স্ত্রী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস সাংবাদিকদের বলেন, ‘গত দুদিন ধরে তিনি পেটের গ্যাস ও অন্যান্য অসুস্থতায় ভুগছিলেন। বার বার বমি হচ্ছিল। আজকে অবস্থা বেশি খারাপ হওয়ায় সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

মির্জা আব্বাস ১৯৯১ সাল থেকে ১৯৯৪ সাল পর্যন্ত অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের মেয়র ছিলেন। তিনি বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির (সর্বোচ্চ নীতিনির্ধারণী কমিটি) সদস্য। এর আগে গত রবিবার (১৫ মে) হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য, সাবেক তথ্যমন্ত্রী ড. আব্দুল মঈন খানকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসকরা তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) নেন।

সাহস২৪/এআর/এসটি/এসকে.

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত