ছাত্রলীগ-ছাত্রদলের সংঘর্ষে উত্তপ্ত ঢাবি, আহত ৩০

প্রকাশ : ২৪ মে ২০২২, ১৫:২৮

সাহস ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় ছাত্রলীগে ও ছাত্রদলের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ছাত্রদলের ৩০ নেতাকর্মী আহত হয়েছেন। এদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। মঙ্গলবার (২৪ মে) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছেন।

আহতরা হলেন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহ-সভাপতি রাশেদ ইকবাল খান, সাংগঠনিক সম্পাদক আবু আফসান মো ইয়াহিয়া, সাবেক সহ-সাধারণ সম্পাদক আকতারুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইজাজুল কবির রুয়েল, সজীব মজুমদার, শরীফুল ইসলাম শরীফ, জহুরুল হক হলের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, আহ্বায়ক সদস্য মানসুরা আলমসহ অনেকে।

ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘আমরা শান্তিপূর্ণ মিছিল নিয়ে শহীদ মিনার দিয়ে ক্যাম্পাসে ঢুকছিলাম। সেসময় ছাত্রলীগের নেতাকর্মীরা আমাদের বাধা দেন। আমরা শান্তিপূর্ণ মিছিল করতে চাইলে তারা আমাদের ওপর ঝাঁপিয়ে পড়েন। রড, স্ট্যাম্প, হকস্টিক, ছুরি নিয়ে আমাদের ওপর হামলা চালান। এতে আমাদের অন্তত ৩০ জন নেতাকর্মী আহত হন। তাদের হাসপাতালে নেওয়া হচ্ছে। আমরা এই হামলার তীব্র নিন্দা জানাই।’

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে করা প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্তব্যের প্রতিবাদে বেশ কয়েকদিন ধরেই কর্মসূচি পালন করে আসছে ছাত্রদল। তারই অংশ হিসেবে মঙ্গলবার ছাত্রদলের মিছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করে। মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনারের কাছে পৌঁছালে ছাত্রলীগের নেতাকর্মীরা ছাত্রদলের মিছিলের ওপর হামলা চালায়। এতে আহত হন ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী। আহতদের মধ্যে কয়েকজন ভর্তি হয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এখন ছাত্রলীগের নেতাকর্মীরা শক্তভাবে অবস্থান নিয়েছেন বলে জানা গেছে। কিছুক্ষণ পরপরই ছাত্রলীগের মিছিল প্রদক্ষিণ করছে ক্যাম্পাস। ছাত্রলীগের নেতাকর্মীদের হাতে লাঠিসোটা দেখা গেছে। ছাত্রদল কর্মীদের দেখামাত্র তাদের ওপর হামলা চালানো হচ্ছে বলে খবর পাওয়া গেছে। এতে বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা বিরাজ করে।

সাহস২৪/এআর/এসটি/এসকে.

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত