খুলনায় পুলিশ কনস্টেবল হত্যা মামলায় ৪ আসামি হাজতে

প্রকাশ : ১২ মে ২০২২, ১৮:১৭

কয়রা (খুলনা) প্রতিনিধি

খুলনার কয়রা উপজেলায় পুলিশ কনস্টেবল মোঃ মফিজুল ইসলাম হত্যা মামলায় কয়রা দক্ষিণ বেদকাশি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছের আলী মোড়লসহ চার আসামিকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত। বুধবার (১১ মে) দুপুরে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নির্দেশে তাদেরকে কারাগারে পাঠানো হয়। এ সময় তাদের জামিনের আবেদন নাকচ করে দেন বিচারক সুনান্দ বাগচী।

এ মামলার অন্য আসামিরা হলেন, সাবেক ইউপি সদস্য নাছের আলী মোড়ল, মোস্তফা রিপন মোড়ল ও আঃ রউফ শেখ। মামলাটির অভিযোগপত্র চূড়ান্ত করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) খুলনা।

এদিকে সিআইডির দাখিলকৃত তদন্ত প্রতিবেদন সূত্রে জানা যায়, কয়রা দক্ষিণ বেদকাশির গোলখালী গ্রামে ৯ বছর আগে আসামি ধরতে গিয়ে সন্ত্রাসীদের গুলিতে কনস্টেবল মোঃ মফিকুল ইসলাম নিহত হন। এ ঘটনায় আংটিহারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোঃমমিনুর রহমান বাদী হয়ে কয়রা থানায় একটি মামলা করেন। এরপর কয়েক দফায় তদন্ত কর্মকর্তা পরিবর্তন হয়। পরে ২০১৫ সালে সিআইডি পুলিশ পরিদর্শক সরদার মোঃ হায়াত আলী আদালতে একটি অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন।

পরবর্তীতে আসামিপক্ষ উচ্চ আদালতের মাধ্যমে নিষেধাজ্ঞা জারি করলে মামলাটি স্থবির হয়ে পড়ে।

সাহস২৪.কম/এএম/এমআর/এসএ.

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত