টেকনাফে ৫ কোটি ৫৮ লাখ টাকার মাদক জব্দ

প্রকাশ : ২৬ এপ্রিল ২০২২, ১৫:২৫

সাহস ডেস্ক

কক্সবাজারের টেকনাফ উপজেলায় অভিযান চালিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা এক কেজি ৫০ গ্রাম ক্রিস্টাল মেথ, ১০ হাজার পিস ইয়াবা ও ১৪২ ক্যান আন্দামান গোল্ড বিয়ার উদ্ধার করেছে। সোমবার (২৫ এপ্রিল) জব্দ করা মাদকের মূল্য আনুমানিক পাঁচ কোটি ৫৮ লাখ টাকা।

বিজিবি-২ এর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সাবরাং বিওপির অধীনে বিজিবি-২ এর একটি বিশেষ টহল দল রবিবার রাতে নাফ নদীর তীরে টহল দিচ্ছিল। ভোর ৪টার দিকে কেওড়া বাগানে কয়েকজনের পায়ের আওয়াজ শুনে টহল দল কৌশলগত অবস্থান নিয়ে তিনজনকে চ্যালেঞ্জ করে।

আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন চোরাকারবারীরা মাদক ফেলে গভীর জঙ্গলে পালিয়ে যায়। পরে টহল দল ঘটনাস্থলে ফেলে যাওয়া বস্তা থেকে মাদক উদ্ধার করে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সাহস২৪.কম/এএম/এসকে.

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত