নওগাঁয় ধানখেত থেকে যুবকের লাশ উদ্ধার
প্রকাশ : ২৪ মার্চ ২০২২, ১৭:৪৫


নওগাঁর মান্দায় বিলের একটি ধানখেত থেকে যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ মার্চ) দুপুরে উপজেলার নুরুল্লাবাদ ইউনিয়নের দোডাঙ্গী গ্রামের ডুবরির বিল থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
নিহত মঞ্জুরুল ইসলাম রিপন (২০) উপজেলার দোডাঙ্গী হাজীপাড়া গ্রামের আনোয়ার হোসেন পাইলটের ছেলে ও পেশায় কৃষি শ্রমিক।
নিহতের মা মঞ্জুয়ারা বিবির বরাতে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান জানান, বুধবার রাতে গ্রামের জামে মসজিদে আয়োজিত ইসলামী জলসা শোনার জন্য বাড়ি থেকে বেরিয়ে তিনি নিরুদ্দেশ হন। আশপাশে অনেক খোঁজাখুঁজি করে তার সন্ধান পাওয়া যায়নি। বৃহস্পতিবার সকালে মাঠে কাজ করতে গিয়ে লোকজন ধান খেতে তার লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।
ওসি জানান, লাশের আলামত দেখে প্রাথমিকভাবে হত্যাকাণ্ড বলেই ধারণা করা হচ্ছে। লাশের সুরহাতাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মান্দা থানায় একটি মামলা হয়েছে।
মতামত দিন | পুরনো ফলাফল |