দুর্বৃত্তদের দেওয়া আগুনে ৫০ বিঘা জমির কলাবাগান পুড়ে ছাই!

প্রকাশ | ২১ মার্চ ২০২২, ১৫:৪৩ | আপডেট: ২১ মার্চ ২০২২, ১৬:০৬

অনলাইন ডেস্ক
ছবি সংগৃহীত

পাবনা সদর উপজেলায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে  ৫০ বিঘা জমির কলাবাগান পুড়ে ছাই। ২০ মার্চ (রবিবার) উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের ভাওডাঙ্গার পিরপুরচরে কৃষক ইসলাম প্রামানিকের (আলক সরদার) বাগানে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত কৃষক মো. ইসলাম বলেন, আজ সকালে খবর পাই কে বা কারা আমার বাগানে আগুন দিয়েছে। এ সময় আমি লোকজন নিয়ে বাগানে ছুটে যাই। ততক্ষণে বাগানের প্রায় ৫০ বিঘা জমির কলাগাছ পুড়ে ছাই হয়ে গেছে। 

তিনি বলেন, ‘রমজান মাসকে সামনে রেখে ১৫ লাখ টাকার ঋণ নিয়ে ১০০ বিঘা জমিতে কলা আবাদ করেছিলাম। এর মধ্যে ৫০ বিঘা পুড়ে গেছে। গাছে থোড় আসা শুরু করেছিল। এখন আমার পথে বসা ছাড়া আর কিছুই নেই।’

এ বিষয়ে পাবনার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বলেন, এবিষয়ে এখনও কেউ থানায় অভিযোগ দেয়নি। ক্ষতিগ্রস্থ কৃষক থানায় অভিযোগ দিলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাহস২৪.কম/এবি.