ইসি গঠন

রাষ্ট্রপতির কাছে ১০ নাম জমা, শিগগিরই প্রজ্ঞাপন জারি

প্রকাশ | ২৪ ফেব্রুয়ারি ২০২২, ২০:৫৯ | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২২, ২১:০৭

অনলাইন ডেস্ক
বঙ্গভবন

প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগে সুপারিশের জন্য রাষ্ট্রপতির কাছে ১০ জনের নাম জমা দিয়েছে সার্চ কমিটি। শিগগিরই প্রস্তাবিত নামগুলো পর্যালোচনা করে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারদের নিয়োগ দেবেন রাষ্ট্রপতি। এ বিষয়ে শিগগিরই প্রজ্ঞাপন জারি করা হবে।

বৃহস্পতিবার  (২৪ ফেব্রুয়ারি) রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সার্চ কমিটির সদস্যদের সাক্ষাতের পর গণমাধ্যমকে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব আনোয়ারুল ইসলাম।

তিনি বলেন, সার্চ কমিটির সদস্যরা রাষ্ট্রপতির কাছে নাম জমা দিয়েছেন এবং রাষ্ট্রপতি তা গ্রহণ করেছেন। এখন রাষ্ট্রপতি পরীক্ষা-নিরীক্ষা করে নির্দেশনা দেবেন। তবে খুব দ্রুত সময়ের মধ্যেই এই পাঁচজনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি হবে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, রাষ্ট্রপতির কাছে নাম দিয়েছি। সার্চ কমিটির দেওয়া নাম প্রকাশ করা হবে না। দু-একদিনের মধ্যে রাষ্ট্রপতি কমিশন গঠন করবেন।