মানবতাবিরোধী অপরাধ:১২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রকাশ : ২১ অক্টোবর ২০২১, ১৪:২৫

সাহস ডেস্ক

একাত্তরের মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা এক মামলায় ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার ১২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

আজ বৃহস্পতিবার (২১ অক্টোবর) চেয়ারম্যান বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন প্রসিকিউটর মোখলেসুর রহমান বাদল ও তাপস কান্তি বল।

রাষ্ট্রপক্ষে ছিলেন প্রসিকিউটর তাপস কান্তি বল জানান, আসামিদের বিরুদ্ধে হত্যা-গণহত্যা, অপহরণ, নির্যাতন, লুণ্ঠনসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগের তদন্ত শেষ পর্যায়ে। আজ আদালত এই ১২ জনকে গ্রেপ্তার করতে পরোয়ানা জারির আদেশ দিয়েছেন।

প্রসিকিউটর মোখলেসুর রহমান বাদল জানান, আসামিদের নাম প্রকাশ করা হবে না। কারণ নাম প্রকাশ করলে আসামিরা পালিয়ে যেতে পারেন।

সাহস২৪.কম/এমআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত