সিনোফার্মের আরও ৫০ লাখ টিকা ঢাকায়

প্রকাশ | ১৮ সেপ্টেম্বর ২০২১, ১৩:৪৭ | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২১, ২৩:২৫

অনলাইন ডেস্ক

করোনাভাইরাস প্রতিরোধে সরকারের টিকা প্রকল্পের আওতায় আরও ৫০ লাখ ডোজ টিকা দেশে এসেছে আজ।

শনিবার (১৮ সেপ্টেম্বর) রাত ২টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে চীনের সিনোফার্মের ৫০ লাখ ডোজ টিকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

শনিবার দুপুরে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

প্রধান স্বাস্থ্য বিষয়ক সমন্বয়ক ডা. আবু জাহের বিমানবন্দরে এই ভ্যাক্সিন গ্রহণ করেন।

এ পর্যন্ত চীন থেকে আসা সিনোফার্মের মোট ভ্যাকসিনের পরিমান ২ কোটি ৩৫ লাখ ৬১ হাজার ৮০১ ডোজ।

সাহাস২৪.কম/জেএস/এবি