আমি মূল জাতীয় পার্টির কো-চেয়ারম্যান: বিদিশা

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২১, ১৭:২৭

সাহস ডেস্ক

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক বলেছেন, তাকে কেন্দ্র করে যেন দলে বিভক্তি বা উপদলের সৃষ্টি না হয়। তিনি বলেন, 'এরশাদের ছেলে এরিকের ঘোষণা অনুযায়ী আমি মূল জাতীয় পার্টির কো-চেয়ারম্যান।'

হজরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত শেষে আজ শনিবার (১১ সেপ্টেম্বর) দুপুরের দিকে এসব কথা বলেন তিনি।

বিদিশা বলেন, 'জাতীয় পার্টির অবস্থা এখন ভালো নেই। সরকারের সঙ্গে ভালো সমন্বয়ও নেই। সমন্বয় থাকলে সিলেট-৩ আসনে জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমান আতিক আরো ভোট পেতেন এবং এরশাদের লাঙ্গল মার্কা বিজয় লাভ করতো। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদ সিলেটকে নিজের দ্বিতীয় বাড়ি মনে করতেন। আমিও যাতে এমনটা বলার জায়গায় যেতে পারি সেই চেষ্টাই করছি। দল পুনর্গঠন প্রক্রিয়ার অংশ হিসেবেই আমার এই সফর।'

দলকে সাজানোর বিষয়ে তিনি বলেন, 'জাতীয় পার্টির (জাপা) কার্যক্রম ঢিলেঢালাভাবে চলছে। এভাবে দল চলতে পারে না। দলকে শক্তিশালী করতে সারাদেশে ঢেলে সাজানো হবে জাতীয় পার্টিকে।'

জানা যায়, সিলেট সফরের মধ্য দিয়ে রাজনীতির নতুন পথে নতুন লক্ষ্যে দলের এবং নিজের যাত্রা শুরু করছেন বিদিশা। এটাকে তার দলীয় সাংগঠনিক সফর বলা হলেও বিশ্লেষকদের ধারনা, আগামী নির্বাচনকে কেন্দ্র করে তার এই সফর।

সাহস২৪.কম/এসটি/জিজি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত